ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স। উন্নত বিশ্বে অনলাইন বাজার ধারণা বেশ পুরনো হলেও বাংলাদেশে এখনো তা শুরুর দিকে। তবে ধীরে ধীরে ক্রেতাদের আস্থা অর্জন করায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন বাজার। ই-কমার্সের উদ্যোক্তাদের উৎসাহিত করতে নানা প্রণোদনাও দিচ্ছে সরকার।
গেলো কয়েক বছরে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রনিক কমার্স। ক্রেতার আস্থা অর্জন, মোবাইল ব্যাংকিংয়ের প্রসার ও ইন্টারনেটের খরচ কমে আসায় এ খাতে গেলো এক বছরে দু’ থেকে তিনশ’ গুণ পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে বলে ধারণা উদ্যোক্তাদের।
তবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পণ্য পৌঁছে দেয়ার চ্যালেঞ্জ এবং টেলিকম কোম্পানিগুলোর ই-কমার্স বাজার ধরার প্রবণতাকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আইটিসি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানালেন, ই-কমার্স ব্যবসাকে উৎসাহিত করতে এ খাতের ওপর ট্যাক্স তুলে নেয়া হয়েছে। দিনে দিনে আরো সহজ করা হচ্ছে মোবাইল ব্যাংকিং। ই-কমার্সের বাজার সম্পর্কে জনসচেতনা বাড়াতে কাজ করছে সরকার।
এম/এমকে